‘আমি পরিবারতন্ত্র করি না’- ছোটভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মুখ্যমন্ত্রী

ছোটভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ছোটভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান।


হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন।উত্তরবঙ্গ সফরে এই নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে।এরপরই আজ সাংবাদিক বৈঠক করে ভাই বাবুনের সঙ্গে সম্পর্কে ছেদ করার কথা জানান তিনি। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি।আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার মা মাটি মানুষের পরিবার।আমাদের রক্তের সম্পর্কের পরিবারে ৩২ জন সদস্য। কেউ এরকম নয়। এতে সবাই ক্ষুব্ধ। আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়।ওকে পরিবারের সদস্য বলে আমি মনে করি না।আমার ভাই হিসেবে ওকে কেউ পরিচয় দেবেন না।আমি পরিবারতন্ত্র করি না, মানুষের পরিবারই আমার পরিবার।


এদিকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত শোনার পরই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন স্বপন বন্দ্যোপাধ্যায়।তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন আমি তার সঙ্গে থাকবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *