শিলিগুড়ি, ১ জুনঃ শিলিগুড়ির শালুগাড়ার অসুস্থ মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ।এদিন ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশের তরফে ওই মহিলাকে ১ মাসের ওষুধ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শালুগাড়ায় বিএসএফ মোড় সংলগ্ন পাইপ লাইন এলাকায় ভাড়া বাড়িতে থাকেন রিতা প্যাটেল।দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তিনি।লকডাউনে তার প্রয়োজনীয় ওষুধ শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তিনি। বাড়ির মালিককে বিষয়টি জানানোর পর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা জানান।এরপরই ভক্তিনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন রিতা প্যাটেল। এরপরই পুলিশের পক্ষ থেকে আজ ওই মহিলাকে তার প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।
ওষুধ পাওয়ার পর ভক্তিনগর ট্রাফিক গার্ডের কর্মীদের ধন্যবাদ জানান রিতা প্যাটেল।