রাজগঞ্জ, ৭ জানুয়ারিঃ রাজগঞ্জে অনুষ্ঠিত হল ৩৭তম রাজগঞ্জ ব্লক ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা।
পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে বুধবার বেলাকোবা উচ্চবালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলিত করে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ডিপিএসসির চেয়ারম্যান লৈক্ষমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি, জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল সহ অন্যান্যরা।
এদিন দরিয়া ও চটকা বিভাগে প্রায় ৫৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়স্থান অধিকারিকে পুরস্কৃত করা হবে।
এছাড়া উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি কবিতা ছেত্রী শৈব, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, উত্তরা বর্মন, সর্বানী ধারা, অর্চনা রায়, অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা।
