শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে ভারত বনধের ডাক।সকাল থেকে প্রভাব পড়ল শিলিগুড়িতেও।
সোমবার সকাল থেকেই শহরের রাস্তায় যান চলাচল কম।বেসরকারি বাস কার্যত রাস্তায় নামেনি।সিটি অটো ও টোটো কিছুটা চলাচল করেছে।এদিকে বেলা বাড়লেও বিধান মার্কেট সহ শহরের বড় বাজারগুলি বন্ধই ছিল।হিলকার্ট রোড, বিধান রোডেরও অধিকাংশ দোকান এদিন বন্ধ ছিল।
অন্যদিকে বনধের সমর্থনে সকাল থেকে রাস্তায় নামে বামফ্রন্ট সহ বিভিন্ন দল।হিলকার্ট রোডে এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা নেমে বিভিন্ন গাড়ি আটকে দেয়।পরে সেগুলি ছাড়া হয়।তবে বনধ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ মোতায়েন ছিল।