আজ ব্যবসায়ীদের ডাকা ভারত বনধ, প্রভাব পড়ল শিলিগুড়িতেও

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ জিএসটি ব্যবস্থা পর্যালোচনা সহ একাধিক দাবিতে দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর ডাকা বনধের প্রভাব পড়লো শহর শিলিগুড়িতে।শিলিগুড়ির ২২টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সমস্ত ছোট থেকে বৃহত্তর বাজার বনধ রাখা হয়।


আজ সকাল থেকে শিলিগুড়ির ছবি অনেকটাই আলাদা।শিলিগুড়ি বৃহত্তর ও খুচরা এবং পাইকারি বাজার, নয়াবাজার, বিধান মার্কেট সহ বিভিন্ন বাজার বন্ধ, ঝুলছে তালা।অন্যদিকে, এই বনধের সমর্থনে শিলিগুড়ির ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে মিছিল বের করা হয়।

পাশাপাশি বনধকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই কারণে আজ সকাল থেকেই রাস্তায় পুলিশি নজরদারি দেখতে পাওয়া গিয়েছে।তৈরি রাখা হয়েছে জলকামানও।


শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি গৌরীশংকর গোয়েল বলেন, শিলিগুড়িতে মোট ২২টি  ব্যবসায়ী সংগঠন বনধ রেখেছে।হোলসেল থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর, হার্ডওয়ার, সিমেন্ট ব্যবসায়ীরা বন্ধ রেখেছন।পাশাপাশি শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হবে।এছাড়াও মাটিগাড়া স্টেট গভর্নমেন্ট জিএসটি অফিসে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *