ভারত-বাংলাদেশ সীমান্তে দুর্ঘটনার কবলে একটি ট্রাক

রাজগঞ্জ,১৯ ফেব্রুয়ারি: ভুল করে সীমান্তে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রাক। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির লাগোয়া ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে। 
জানা গিয়েছে, এদিন একটি ট্রাক জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় সীমান্তের রাস্তায় ঢুকে পড়ে। সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে গেট দেখে হতচকিত হয়ে পড়ে চালক। ধাক্কা মারে বিএসএফের চেকিং পয়েন্টে। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দ্রুত সরে যাওয়ায় প্রাণে বাঁচেন। গাড়ি রেখে পলাতক চালক। তবে সহকারি চালককে আটক করেছে বিএসএফ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *