ফুলবাড়ি, ২৪ ডিসেম্বরঃ দীপু দাসকে খুন, ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভে সামিল হল বিজেপি।
শিলিগুড়ি সংলগ্ন ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে এদিন জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা।বাংলাদেশ থেকে আগত ট্রাকগুলিকে আটকে তার ওপর উঠে প্রতিবাদ করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের।বিক্ষোভকারীরা এদিন হুঁশিয়ারি দেন হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিজেপি কর্মী বাংলাদেশ থেকে আগত কয়েকটি ট্রাকের উপর উঠে প্রতিবাদ জানান, ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন।বিক্ষোভস্থলে কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন বিজেপি কর্মীরা।
এদিন এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, মন্ডল সভাপতি রাহুল বর্মণ, বাপি পাল, রাজীব সাহা, প্রীতি বর্মন, বিধান মন্ডল সহ অন্যান্যরা।
