আলিপুরদুয়ার, ৩০ ডিসেম্বরঃ বুধবার রাতে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভারত-ভুটান সীমান্তের ধুমপাড়াঘাট এলাকা থেকে উদ্ধার হল ভাল্লুক। বুধবার সন্ধ্যাুয় স্থানীয়রাই প্রথম ভাল্লুকটিকে দেখতে পান, এরপর খবর দেওয়া হয় বনদপ্তরের নিউল্যান্ডস বিট অফিসে।
বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভাল্লুকটিকে খাঁচাবন্দি করে নিয়ে যান। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ভাল্লুকটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। তবে লোকালয়ে ভাল্লুকের দেখা মেলায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
