শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ ভারত-নেপাল সীমান্তে দুই চিনা নাগরিককে গ্রেফতার করল এসএসবি’র ৮ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা।দুজনের নাম চেন জিফা এবং ডিং শউ শেং।এই ঘটনায় ভারতীয় নাগরিক মহম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্তে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়।এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা চিনের বাসিন্দা বলে জানতে পারে জওয়ানরা।কি উদ্দেশ্যে তারা এসেছে এই বিষয়ে কোনো নথিপত্র দেখাতে পারেনি তারা।এরপরই তাদের গ্রেফতার করা হয়।
এদিকে এই দুই চিনা নাগরিককে সাহায্য করার অভিযোগে মহম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করে জওয়ানরা।তাদের কাছ থেকে ভারতীয় টাকা ছাড়াও নেপাল ও আমেরিকার মুদ্রা, ৫টি মোবাইল, একটি বাইক এবং একটি চিনের বই উদ্ধার হয়েছে।গ্রেফতার ৩ জনকে নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।