পানিট্যাঙ্কি, ১৪ সেপ্টেম্বরঃ ভারত-নেপাল সীমান্তে এসএসবি’র হাতে ধরা পড়ল এক চিনা নাগরিক।ধৃতের নাম চোয়োজোর ওয়েসর।চিনা নাগরিককে সহযোগিতা করার অভিযোগে শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা পেমা ভুটিয়াকে গ্রেফতার করে জওয়ানরা।
জানা গিয়েছে, অবৈধভাবে নেপালে যাওয়ার উদ্দেশ্যে ছিল ওই চিনা নাগরিক।সেইসময় পানিট্যাঙ্কির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের এসএসবি জওয়ানরা তাকে ধরে ফেলে।জন্মসূত্রে তিব্বতী হলেও আমেরিকার বাসিন্দা চোয়োজোর ওয়েসর।ধৃতের কাছ থেকে অবৈধ আমেরিকার পার্সপোট, ভারতীয় প্যানকার্ড, নিউ ইয়ার্কের লাইসেন্স, একটি মোবাইল, নেপাল ও ভারতীয় মুদ্রা, জন্মের প্রমানপত্র ও বিমানের টিকিট উদ্ধার হয়েছে।
এই ঘটনায় শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা পেমা ভুটিয়াকেও গ্রেফতার করা হয়।ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।