খড়িবাড়ি, ২০ সেপ্টেম্বরঃ ভারত ও নেপাল সীমান্তে গ্রেফতার এক মহিলা।ধৃত মহিলার নাম রনকুমারি লিম্বু(৩৫)।
জানা গিয়েছে, রবিবার রাতে নেপাল থেকে ভারতে আসার সময় খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে ওই মহিলাকে আটক করে এসএসবি।মহিলার কাছ থেকে ভারত ও নেপাল এবং হংকং এর পরিচয়পত্র সহ বেশকিছু নথিপত্র উদ্ধার হয়।মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় সে নেপালের বাসিন্দা।হংকং যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট তৈরি করে সে।এরপরই মহিলাকে গ্রেফতার করে এসএসবি।ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।