খড়িবাড়ি, ১৪ আগস্টঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা ব্যবস্থা ভারত-নেপাল সীমান্তে।
এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে।মদনজোত, পানিট্যাঙ্কি, রামধনজোত, কাদোমনি জোত, ভাতগাঁও তথা নিম্বুগুড়ি কোম্পানির অন্তর্গত এলাকায় লাগাতার পেট্রোলিং করা হচ্ছে।সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ রুখতে তৎপর এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ান।