খড়িবাড়ি, ১৬ মার্চঃ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্ত এলাকায় ২০ বছর পর রাস্তার শিল্যানাস হল।খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ভারত-নেপাল সীমান্তের দেবীগঞ্জ থেকে ডাঙ্গুজোত নেপাল সীমান্ত পর্যন্ত ১.৩ কিলোমিটার পথশ্রী রাস্তার শিল্যানাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
জানা গিয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে বেহাল অবস্থায় ছিল এই রাস্তা।শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে ৫০ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে এই রাস্তার শিল্যানাস করা হল। এদিন রাস্তার শিল্যানাস হওয়ায় খুশি স্থানীয়রা।
অন্যদিকে সভাধিপতি বলেন, এই এলাকা নেপালের সঙ্গে সম্পর্কিত।আজ রাস্তার শিল্যানাস করা হল। আগামীদিনে আরও বহু রাস্তা করা হবে বলে জানান তিনি।