কোচবিহার,২৭ ফেব্রুয়ারিঃ ‘ভারতে মহিলারা সুরক্ষিত’ এই বার্তা নিয়ে সাইকেল নিয়ে দেশ ভ্রমনে বেড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার বাসিন্দা জ্যোতি রোগলা।
ভারতে মেয়েরা একা দেশভ্রমনে বেড়িয়ে কতটা সুরক্ষিত সেই বার্তা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চান তিনি।
আনুমানিক ৩৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার কোচবিহারে পৌঁছান জ্যোতি রোগলা। কোচবিহারে পৌঁছে সমাজসেবী দীপ্তেশ সেনের বাড়িতে ছিলেন জ্যোতি। সেখান থেকে আজ সকালে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ডিএসপি ট্রাফিক চন্দন দাস।
২০১৭ সালে সাইকেল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দেশ ভ্রমনে বেড়িয়েছিলেন জ্যোতি রোগলা।