খড়িবাড়ি, ২৮ জানুয়ারিঃ নেপালের সাধারণ নির্বাচনের আগে ভারতীয় টাকা পাচারের ছক।খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে চার চাকার গাড়িতে উদ্ধার নগদ ২২ লক্ষ ৫০ হাজার টাকা। ঘটনায় গ্রেফতার ৪জন।বাজেয়াপ্ত করা হয়েছে চার চাকার গাড়িটি।
জানা গিয়েছে, পানিট্যাঙ্কি এলাকায় রুটিং চেকিং চলছিল এসএসবি’র। সেইসময় চার চাকার গাড়ি আটক করে টাকা উদ্ধার করা হয়। এত টাকা কেন নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি দেখাতে না পারায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।ধৃতদের মধ্যে ৩ জন মেঘালয়ের বাসিন্দা এবং একজন খড়িবাড়ির সীমান্তের রামধন জোতের বাসিন্দা।
সূত্রের খবর, ইন্দো নেপাল সীমান্তে দিয়ে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যাতায়াতের অনুমতি রয়েছে। নেপালের নির্বাচনের জন্য এই টাকা জোগান দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
