খড়িবাড়ি,২০ জুলাইঃ ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার হল এক চিনা নাগরিক। ধৃতের নাম ইয়ংহিন পেং(৩৯)। ধৃত চিনের গন্ডোং এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
বুধবার নেপাল থেকে ভারতে আসছিলেন ওই ব্যক্তি।সেইসময় এসএসবির সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছে থেকে চিনা নাগরিক পরিচয়পত্র নেপালের পার্সপোট সহ একাধিক চিনা পণ্যসামগ্রী উদ্ধার করেছে এসএসবি। ধৃতের কাছে থেকে নেপালের নাগরিক পরিচয়পত্র নেপালের পার্সপোট চীনা নাগরিক পরিচয়পত্র সহ মোবাইল বিভিন্ন দেশের টাকা ও চিনা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।