নকশালবাড়ি,২৬ ডিসেম্বরঃ লাগামছাড়া মাদকের ব্যবসা।নকশালবাড়ির কালুয়া জোত, তোতারাম জোত ও মুসলিম পাড়ায় রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা।মাদকের নেশায় আসক্ত হচ্ছে গোটা যুব সমাজ।এরই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নকশালবাড়ি থানায় স্মারকলিপি প্রদান করলেন গ্রামবাসীরা।
এদিন নকশালবাড়ি থানায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় পঞ্চায়েত মহম্মদ কালাম জানান, থানা থেকে কোনও ব্যবস্থা না গ্রহণ করলে আগামী দিনে আইজিকে স্মারকলিপি প্রদান করা হবে।