ফাঁসিদেওয়া, ২৯ এপ্রিলঃ নিয়ন্ত্রণ হারিয়ে ৩১নম্বর জাতীয় সড়কের পাশে উল্টে গেল মালবোঝাই ট্রাক।ফাঁসিদেওয়া ব্লকের ভীমবার এলাকায় ঘটনাটি ঘটে।আহত হয়েছেন ট্রাকের চালক।
জানা গিয়েছে, মালবোঝাই ট্রাকটি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল।সেইসময় ভীমবার এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে উল্টে যায় ট্রাকটি।তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ।পুলিশ আহত চালককে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।পরে আহতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
