রাজগঞ্জ, ২০ মেঃ রাজগঞ্জের মালিভিটা এলাকায় ভিন রাজ্য থেকে ফেরত তিন শ্রমিককে রাখা হল ফাঁকা মাঠ সংলগ্ন ঘরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা এলাকার তিন যুবক সিকিমে শ্রমিকের কাজে গিয়েছিলেন।মঙ্গলবার বিকেলে তারা বাড়ি ফিরে আসেন।এরপরই ওই তিন যুবককে কোয়ারেন্টিন সেন্টারে রাখার দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ ও গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায়।বাসিন্দাদের ক্ষোভ বুঝতে পেরে গ্রামের পাশের মাঠে সংলগ্ন একটি ফাঁকা ঘরে ওই শ্রমিকদের রাখা হয়।
শ্রমিকরা বলেন, লকডাউনে আটকে থাকার পর মঙ্গলবার বিকেলে তারা বাড়ি পৌঁছেছেন।তবে বাড়িতে ঢোকার আগে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে গিয়ে প্রাথমিক পরীক্ষা করিয়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন।কিন্তু স্থানীয়রা তা মানতে রাজি না হওয়ায় মাঠ সংলগ্ন একটি ঘরে তারা রয়েছেন।
গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা রায় বলেন, গ্রামবাসীরা আপত্তি করায় ওই শ্রমিকদের গ্রামের পাশে একটি ঘরে রাখা হয়েছে।তাদেরকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে।