রাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারিঃ ভোরের আলোর বিভিন্ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে আজ গজলডোবার হাওয়া মহলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
মন্ত্রী গৌতম দেব জানান, ভোরের আলোতে হেলথ কেয়ার, থানা, হাতি নালা, পাখি উদ্যান, বোটিং, গলফ কোর্স এবং আলাদা মহকুমা শাসকের দপ্তর করা হবে। তিনি আরও বলেন, নির্দিষ্ট ডেসিবেলের উপর মাইক বাজানো যাবে না। ভোরের আলোতে লেজার লাইট লাগানোর পরিকল্পনা ছিল কিন্তু পাখিদের কথা চিন্তা করে পরিবেশ বান্ধব লাইট লাগানো হবে। পিলখানা তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করা হবে। এছাড়া সরকারি তরফে যে প্রকল্পগুলি করা হচ্ছে সেগুলি নিয়েও আলোচনা করা হয়।
এদিনের বৈঠকে প্রশাসনের আধিকারিকরা ছাড়াও স্বাস্থ্য বিভাগ, পুলিশ, বিদ্যুৎ দপ্তর, সেচ দপ্তর, বনদপ্তর, পিএইচই এবং পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।