জয়গাঁ, ১ নভেম্বরঃ এখন থেকে ভুটানে যেতে হলে পথচারীদের দিতে হবে কর।মাথাপিছু কর দিতে হবে দশ টাকা।এমনই নিয়ম লাগু করেছে ভুটান সরকার।যার পোষাকি নাম দেওয়া হয়েছে ‘ইউজার ফি’।
জানা গিয়েছে, জয়গাঁ থেকে ফুন্টসোলিং অথবা ফুন্টসোলিং থেকে জয়গাঁয় যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেককে দশ টাকা করে কর দিতে হবে।যতবারই যাতায়াত করবেন ততবারই দিতে হবে এই কর।নগদে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে কর দিতে পারবেন সাধারণ মানুষ।শুধুমাত্র ভারতীয় নাগরিক নয় ভুটানের নাগরিকদের জন্যেও এই নিয়ম থাকছে।
প্রতিদিন ভুটান থেকে ভারতে ও ভারত থেকে ভুটানে পর্যটক ছাড়াও হাজার হাজার মানুষ, ব্যবসায়ী ও শ্রমিকেরা কাজের সূত্রে ভুটানের ফুন্টসোলিংয়ে যান।বহু মানুষকে একাধিক বার এপার-ওপারে যেতে হয়।সেক্ষেত্রে বারবার কর দিতে সমস্যায় পরতে হবে, বিশেষ করে দিন মজুর মানুষদের।এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।
কালচিনি ব্লক চেম্বার্স অ্যান্ড কমার্সের সম্পাদক রাকেশ পান্ডে বলেন, দশ টাকা কর খুব সামান্য হলেও অনেক মানুষকে বহুবার যাওয়া আসা করতে হয়।এক্ষেত্রে সমস্যা হবে।পথচারীদের জন্য কেন কর চালু করা হল তা বোধগম্য হচ্ছে না।