শিলিগুড়ি,১ এপ্রিলঃ অসুরক্ষিত ভাবে শ্রমিকেরা কাজ করবে না।কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিধি মেনেই কাজ করতে দিতে হবে শ্রমিকদের।এমনই দাবি তুলে কাজ বন্ধ করে দিল তৃণমূল কংগ্রেস অনুমোদিত আইএনটিটিইউসি।
হলদিয়া প্রিসিশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোম্পানিতে প্রায় ১৫০ জন শ্রমিক কর্মরত।শিলিগুড়ি, ফুলবাড়ি, আমবাড়ি, সহ বিভিন্ন দূরদূরান্ত থেকে শ্রমিকরা কাজ করতে আসে এই গ্যাস সিলিন্ডার তৈরি ফ্যাক্টরিতে।তবে বর্তমানে করোনা ভাইরাসের জেরে যে লকডাউন শুরু হয়েছে তাতে আপাতত কাজ বন্ধ ছিল।কিন্তু ফের ফ্যাক্টরির পক্ষ থেকে শ্রমিকদের কাজে আসার হুইপ জারি করা হয়, সেইমতো শ্রমিকরা কাজেও আসে।তবে সুরক্ষার কোন দিক বিবেচনা করা হয়নি বলে অভিযোগ।কোম্পানির এমন কর্মকাণ্ডে তীব্র বিরোধীতায় সরব হয় আইএনটিটিইউসি।
বুধবার ডাবগ্রাম ফুলবাড়ি গ্রামীন আইএনটিটিইউসি কনভেনার সুকান্ত কর কোম্পানির বিরুদ্ধে সোচ্চার হোন এবং শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার পরামর্শ দেন।সেই নির্দেশ মেনে এদিন থেকে ফের অচলাবস্থা শুরু হয় ফ্যাক্টরিতে।