রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি হাইস্কুলে বিবেক চেতনা উৎসবের আয়োজন

রাজগঞ্জ, ১২ জানুয়ারি: রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি হাইস্কুলে বিবেক চেতনা উৎসবের আয়োজন।রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজিত স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্ম দিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।


রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়।উৎসবের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।এদিনের অনুষ্ঠানে কুইজ, আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গৌতম দেব বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বিবেক চেতনা উৎসবের আয়োজন।অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাদক্ষ দেবাশীষ প্রামাণিক,ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *