জলপাইগুড়ি, ১৮ এপ্রিলঃ বিচারাধীন বন্দিদের জামিনে মুক্তি দিতে হবে।এই দাবিতে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার।শনিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় সংশোধনাগার চত্বর।জেলের নিরাপত্তা কর্মীদের ওপর চলে পাথর ও ইট বৃষ্টি।
এদিকে ঘটনার পর ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদী, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড, কোতোয়ালি থানায় আইসি বিশ্বাশ্রয় সরকার, ডিএসপি হেডকোয়ার্টার প্রদীপ সরকার।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয়েছে প্রায় কয়েকশো র্যাফ।