শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়িকে স্মার্ট সিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন মেয়র গৌতম দেব।শহরে বিদ্যুতের তার গুলিকে সরিয়ে ভূগর্ভস্থ করার লক্ষ্যে এগোচ্ছে পুরনিগম।এই নিয়ে শনিবারও বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।
এদিন বৈঠক শেষে মেয়র জানান,শহরের সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।প্রথম পর্যায়ে মোট ১৭টি ওয়ার্ডে এই ভূগর্ভস্থ কেবল পরিষেবা চালু হবে।তবে এই পরিষেবা চালু করতে হলে সর্বপ্রথম শহরে থাকা বিদ্যুৎ খুটি গুলিকে সরিয়ে ফেলতে হবে।সেই কাজ কিভাবে সুষ্টভাবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রেখে করা যায় সেই ভাবনা নিয়েই এগোনো হচ্ছে বলে জানান তিনি।