শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ ফুলবাড়ি থেকে ৫ লক্ষ ৮০ হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার করলো শিলিগুড়ি ডিআরআই ইউনিট।ঘটনায় গ্রেফতার ১ ব্যক্তি।ধৃতের নাম মহম্মদ জুলফিকর(৪৯)।উত্তরপ্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে অসম থেকে শিলিগুড়ি হয়ে বিদেশী সিগারেট পাচার করা হবে।এই খবরের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ি ডিআরআই ইউনিট ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসের কাছে অভিযান চালিয়ে একটি ট্রাককে সন্দেহের ভিত্তিতে আটক করে।তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার হয় ৫ লক্ষ ৮০ হাজার পিস বিদেশী সিগারেট।
উদ্ধার হওয়া সিগারেটের কোন বৈধ নথী না দেখাতে পারায় গ্রেফতার করা হয় ট্রাক চালককে।উদ্ধার হওয়া সিগারেটের বাজারমূল্য ৫৮ লক্ষ টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে ডিআরআই।