শিলিগুড়িতে রাস্তা থেকে উদ্ধার বিদেশী নোট, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়িতে রাস্তা থেকে উদ্ধার হল বিদেশী নোট।


শুক্রবার  বিধান মার্কেট সংলগ্ন এলাকায় ডিউটিতে ছিলেন এএসআই মহম্মদ খোলিরুল  ও অন্যান্য ট্রাফিক পুলিশেরা।সেইসময় একটি বন্ধ চায়ের দোকানের সামনে বিদেশী টাকা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় ট্রাফিক পুলিশ কর্মীদের।ট্রাফিক পুলিশ কর্মীরা গিয়ে বিদেশী নোটগুলি উদ্ধার করে।

২৬টি ৫০ টাকার নোট ও ৭টি হাজার টাকার নোট রয়েছে।তবে কোন দেশের নোট তা জানা যায়নি।পরবর্তীতে  নোট গুলি উদ্ধার করে পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্ত   শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş