শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশী সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ইউএস ডলারও।ধৃত দুজনের নাম রকি বর্মন(৩৫) এবং কাঞ্চন ভট্টাচার্য(২৭)।দুজনই আসানসোলের বাসিন্দা।
জানা গিয়েছে, বিদেশের মার্কিং করা সোনা ভুটান সীমান্ত জয়গাঁ থেকে শিলিগুড়ি হয়ে আসানসোলে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।এই খবর পেয়েই ডিআরআই টিম শুক্রবার রাতে পানিকৌড়ি টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে তল্লাশি নেয়।
সেইসময় বাসে দুজনের ওপর সন্দেহ হয়।এরপর বাস থেকে নামিয়ে তল্লাশি নেওয়া হলে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫১ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার কোন বৈধ নথী দেখাতে না পারায় গ্রেফতার করা হয় দুজনকে।এছাড়াও তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ ইউএস ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়েছে।
ডিআরআই সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৬০ লক্ষ টাকারও বেশি।আজ ধৃতদের আদালতে পেশ করা হলে শুনানিতে দুজনের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।গোটা ঘটনার তদন্তে ডিআরআই।