শিলিগুড়ি, ১৭ জুলাইঃ পাচারের আগে লক্ষাধিক টাকার বিদেশী সোনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতের নাম জাহাঙ্গীর প্রামাণিক।দিনহাটার বাসিন্দা।
জানা গিয়েছে, ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে দিনহাটা হয়ে বিদেশী সোনা পাচার করা হচ্ছিল।এই খবর পায় শিলিগুড়ি ডিআরআই ইউনিট।এরপরই দিনহাটায় অভিযান চালায় ডিআরআই।একটি বাইককে সন্দেহের ভিত্তিতে আটক করে তল্লাশি নেওয়া হয়।সেইসময় বাইকের ডিক্কি থেকে উদ্ধার হয় ১০ পিস সোনার বিস্কুট।
উদ্ধার হওয়া সোনার কোন বৈধ নথী দেখাতে না পারায় সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর প্রামাণিককে।বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
ডিআরআই সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১ কিলো ১৯৪ গ্রাম বিদেশী সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।যার বাজারমূল্য ৮৭ লক্ষ ৫৯ হাজার টাকা।গোটা ঘটনার তদন্তে ডিআরআই।