শিলিগুড়ি, ২২ আগস্টঃ প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম হয় শিলিগুড়ির বিধান মার্কেট ও শেঠ শ্রীলাল মার্কেটে।সেই মার্কেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবারে চালু হল রাত্রিকালীন জঞ্জাল সাফাই পরিষেবা।
জানা গিয়েছে, প্রতিদিন সকালে পুর কর্মীরা তাদের দায়িত্ব পালন করলেও ঘণ্টা দুয়েক যেতে না যেতেই ফের আবর্জনার স্তুপে পরিণত হয় এই মার্কেট দুটি।দূর-দূরান্ত থেকে বহু পর্যটকেরা আসেন এই মার্কেটে।সেই কারণে মার্কেটের সুনাম বজায় রাখতে শিলিগুড়ি পুরনিগমের তরফে চালু করা হল রাত্রিকালীন পরিষেবা।এদিন পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে এর উপস্থিতিতে এই পরিষেবার উদ্বোধন করা হয়।
এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, বিগত সময়ে এই ব্যবস্থা চালু থাকলেও তা সম্পুর্ন রুপে সার্থকতা পায়নি।সেই কারণে ফের এই পরিষেবা চালু করা হল ব্যবসায়ীদের স্বার্থে।
