শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুরু হতে চলেছে ফুল প্রদর্শনী মেলা।এবছর ২৬তম বর্ষে পদার্পণ করছে তাদের এই ফুল প্রদর্শনী মেলা।
মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন উদ্যোক্তারা।আগামী ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ফুল প্রদর্শনী মেলা চলবে।
মেলায় নানান রঙ ও প্রজাতির ফুলের সম্ভার দর্শকদের আকর্ষণ করবে। পাশাপাশি আয়োজিত হবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।এছাড়াও মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
