শিলিগুড়ি, ১ অক্টোবরঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এদিন ৯ জন ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা এবং ১৪ জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পুরনিগমকে দোকানগুলি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মেয়র।