বৃষ্টিতে জলমগ্ন বিধান মার্কেট, পরিদর্শনে অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিধান মার্কেট।কারণ খতিয়ে দেখতে বিধান মার্কেট পরিদর্শন করলেন প্রশাসক অশোক ভট্টাচার্য।


প্রত্যেক বছরই বর্ষাকালে পুরনিগমের বিভিন্ন এলাকায় জল জমে।এবছরও তার ব্যতিক্রম হয়নি।তবে এবারে নতুন করে বেশকিছু এলাকায় জল জমায় উদ্বিগ্ন শিলিগুড়ি পুরনিগম।গত বৃহস্পতিবার প্রবল বর্ষণে প্রায় হাঁটু সমান জল জমে যায় বিধান মার্কেটে।হঠাৎ করে কেন এমন জল জমলো তা খতিয়ে দেখতে বিধান মার্কেট পরিদর্শনে যান অশোক ভট্টাচার্য।

অশোক ভট্টাচার্য বলেন, অপরিকল্পিতভাবে বিধান মার্কেটে পাকা নর্দমা নির্মাণের কারণে এই  দুর্ভোগ। বেশকয়েকজন তৃণমূল কাউন্সিলর একপ্রকার জোর করে এসজেডিএ,পিডব্লিউডি ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে দিয়ে অপরিকল্পিতভাবে বিধান মার্কেটে কিছু কাজ  করাচ্ছে।যার দরুন নতুন করে এই মার্কেটে জল জমার মত ঘটনা ঘটছে।অবিলম্বে সঠিকভাবে পুরনিগমের সঙ্গে আলোচনা করে পরিকল্পনামাফিক নিকাশিনালা নির্মাণ করার দাবি জানান প্রশাসক অশোক ভট্টাচার্য।এদিন বিধান মার্কেট ছাড়াও এনটিএস মোড় সহ  অন্যান্য কিছু এলাকা পরিদর্শন করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *