শিলিগুড়ি,৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির বিধান মার্কেটে রাধাগোবিন্দ মন্দিরের কাছে বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য।যদিও ব্যবসায়ী ও স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, শনিবার এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা।এরপর ঘটনার খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।
এদিকে সম্প্রতি বিধান মার্কেটে একটি সচেতনতা শিবির করে আপাতকালিন পরিস্থিতিতে আগুন কিভাবে নেভানো যাবে তার প্রশিক্ষণ দিয়েছিল অগ্নি নির্বাপক কেন্দ্র।সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তড়িঘড়ি মার্কেট কমিটির সদস্যরা ও ব্যবসায়ীরা আগুন নিভিয়ে দেন।অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ,বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং দমকলবাহিনী।
দমকল সূত্রে খবর, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীর বাইট..