শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম পাপন দাস।
মঙ্গলবার দুপুরে বিধান মার্কেটের একটি দোকান থেকে প্রায় ৪ লক্ষ টাকার সামগ্রী চুরি যায়।এরপরই এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন দোকান মালিক।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতকাল রাতেই পাপন দাসকে গ্রেফতার করে পুলিশ।আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
