ফের বন্ধ হতে পারে বিধান মার্কেট, আলোচনায় বসবে ব্যাবসায়ী সমিতি

 


শিলিগুড়ি,২২জুনঃ  ফের ৭ দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে শিলিগুড়ির বিধান মার্কেট।

উল্লেখ্য, আজ সকালেই বন্ধ করে দেওয়া হয়েছে হংকং মার্কেট। এরপরেই বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির তরফে ব্যাবসায়ীদের দোকানের সামনে গিয়ে প্রত্যেকের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।


জানা গেছে, মার্কেট বন্ধ করতে আপত্তি নেই ব্যাবসায়ীদের। ব্যাবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে তারা মিটিংএ বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে মার্কেট বন্ধ করা হবে। ব্যাবসায়ীরা জানিয়েছেন, আপাতত ৭ দিনের জন্য মার্কেট বন্ধ করা হোক।

One thought on “ফের বন্ধ হতে পারে বিধান মার্কেট, আলোচনায় বসবে ব্যাবসায়ী সমিতি

  1. Anonymous says:

    করোনাকে নিয়ন্ত্রনের খাতিরে, সম্পূর্ণ শিলিগুড়ির বাজার বন্ধ না করে, কিছু জায়গায় বন্ধর সিদ্ধান্ত অযৌক্তিক! নিজের অভিজ্ঞতায় বলছি, ক্রেতা এইসব সিদ্ধান্তের ফলে বাজার করা থেকে বিরত নয়, স্হানান্তর হচ্ছে মাত্র!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibombaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom