বিধাননগর, ৮ সেপ্টেম্বরঃ ডেঙ্গু প্রতিরোধে ফাঁসিদেওয়া বিডিও অফিসের পক্ষ থেকে বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের ড্রেন গুলিতে ছাড়া হল গাপ্পি মাছ।
জানা গিয়েছে, বেশকিছুদিন আগে ফাঁসিদেওয়া ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়।এরপরই সজাগ হয় ব্লক প্রশাসন।আজ গ্রামীন সম্পদ বিভাগের কর্মীরা সমস্ত গ্রামগুলিতে গিয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচারের পাশাপাশি সমস্ত ড্রেন, নালা ও জলাশয় গুলিতে গাপ্পি মাছ ছাড়েন।
এই বিষয়ে বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাণী সম্পদ কর্মী সুমনা মন্ডল জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য ড্রেন, জলাশয় গুলিতে গাপ্পি মাছ ছাড়া হল।আজ দ্বিতীয় পর্যায়ে মাছ ছাড়া হল।ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতনও করা হচ্ছে।