বিধাননগরে মহিলাদের নিয়ে শুরু হতে চলেছে লুডু প্রতিযোগিতা

শিলিগুড়ি,৭ ফেব্রুয়ারিঃ বিধান নগর শিউলি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিধাননগরে শুরু হতে চলেছে লুডু প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পেশায় পুলিশকর্মী বাপন দাস।


সোসাইটির সভাপতি সুমনা মন্ডল ও সম্পাদিকা শিউলি দাস বলেন,এ বছর আমরা তিনখানা গ্রাম পঞ্চায়েতকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি।

অন্যদিকে বাপন দাস জানান,  গ্রামের মহিলারা সাধারণত খেলাধুলা করতে পারে না, তাদের আনন্দ দিতেই শীতের দুপুরে একটু অন্য মেজাজের খেলার আয়োজন । গত বছর সাড়ে তিনশ মহিলা অংশগ্রহণ করেছিল ।এ বছর আমরা ৫০০মহিলাকে এই খেলায় অংশগ্রহণ করাবো।রয়েছে আর্থিক পুরস্কারও।


 আগামী ১৯ ফেব্রুয়ারি পাড়ায়-পাড়ায় শুরু হবে লুডু প্রতিযোগিতা এবং ফাইনাল খেলাটি বিধান নগর বিদ্যাসাগর মঞ্চে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। একমাস ধরে চলবে এই খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *