বিধাননগর,২০ মেঃ মহিষ পাচার করতে গিয়ে ৬৫টি মহিষ সহ গ্রেফতার চার। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। সেখানে দুটি কন্টেনার আটক করে তল্লাশি চালিয়ে ৬৫টি মহিষ উদ্ধার করা হয়।
এই ঘটনায় দুটি কন্টেনার থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম দিলীপ কর্মকার(২৪) মহম্মদ সুকুরুউদ্দিন(১৯) মহম্মদ রাসিদ(৩০) ও মহম্মদ ফরমান আলি(২২)।চারজনই উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার মহিষগুলো ডালখোলা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।