শিলিগুড়ি,৩ ফেব্রুয়ারিঃ ‘আসন্ন বিধানসভা নির্বাচনে ১৩টি আসনে অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের প্রতিনিধিকে প্রার্থী করে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে’। এমনটাই দাবি করলেন সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ।
এদিন সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান নাসির আহমেদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের জন্য অনেক উন্নয়ন করেছেন।কিন্তু আমলাতন্ত্রের কারণে সংখ্যালঘুদের উন্নয়নে বাঁধা সৃষ্টি হচ্ছে।একাধিকবার সেই বিষয়ে রাজ্য সরকারকে জানালেও কোন পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। যে কারণে তারা বিধানসভা নির্বাচনে অন্তত ১৩টি আসনে তাদের প্রতিনিধিকে প্রার্থী করে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন।