শিলিগুড়ি,৫ মার্চঃ দোরগোড়ায় বিধানসভা নির্বাচন।শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে অভিযান চালাচ্ছে আধা সামরিক বাহিনী।এরই মাঝে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতদের নাম অমিতাভ সিং ও ফিরোজ খান।ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে চুরি ও ছিনতাই সহ নানান মামলা রয়েছে।দীর্ঘদিন ধরেই তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ।ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্য আগ্নেয়াস্ত্রটিকে বিহার থেকে এই রাজ্যে আনা হয়েছিল।বিধানসভা নির্বাচনের আগে দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগে প্রশাসনিক মহল।