বিধানসভা ভোটের তারিখ ঘোষণার আগেই শিলিগুড়িতে শুরু পুলিশের টহলদারি

শিলিগুড়ি,১০ ফেব্রুয়ারিঃ বিধানসভা ভোটের তারিখ ঘোষণার আগেই শিলিগুড়িতে শুরু পুলিশের টহলদারি।গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


উল্লেখ্য, কয়েকদিন আগেই উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এসেছিলেন বঙ্গ সফরে।রাজ্যে এসেই আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।ভোটের আগে রাজ্য সরকারকে আইনি ব্যবস্থা কড়া করার নির্দেশ দেন তিনি।

জানা গিয়েছে,বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শহরে পুলিশের টানা টহলদারি চলবে।সূত্রের খবর,কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীও রাজ্যে পৌঁছাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *