কোচবিহার, ১৯ মার্চঃ বুথ সশক্তিকরণ কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি বিধায়ককেকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি পালপাড়া এলাকায়।
জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে রবিবার সকালে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি পালপাড়ার ১৬৯ নম্বর বুথে বুথ সশক্তিকরণ কর্মসূচিতে এক কর্মীর বাড়িতে ছিলেন।অভিযোগ, সেইসময় হঠাৎই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা গো ব্যাক শ্লোগান ও কালো পতাকা দেখায়।বিধায়ককে গালিগালাজও করা হয় বলে অভিযোগ।পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গিয়ে সেখান থেকে তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দেয়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।এই বিষয়ে কোচবিহার ১ নম্বর ব্লক A তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দাস বলেন, বিজেপি বিধায়ক সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন।বিধায়ককে এলাকায় সাধারণ মানুষের পাশে দেখা যায়নি।তাই আজ সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।