শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ভারতনগর তরুণ তীর্থ ক্লাবের খেলার মাঠে ফেন্সিংয়ের কাজ শুরু করা হয়েছিল। কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার সেই ফেন্সিংয়ের উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
দীর্ঘদিন ধরে ডাবগ্রামের কাছে মাঠটি উন্মুক্ত থাকায় ক্লাবের সদস্যরা খেলাধুলো পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ছোটবেলা থেকে যেখানে খেলাধুলা করে বড় হয়েছেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। যেকারণে ক্লাবের তরফে তাঁকে ফেন্সিং নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাব পাওয়ার পর বিধায়ক সম্মতি দেন এবং দ্রুত কাজ সম্পন্ন করান।