শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ অন্ধকারে ডুবলো গোটা শিলিগুড়ি জেলা হাসপাতাল।বুধবার কয়েক ঘণ্টা জেলা হাসপাতালে বিদ্যুৎ ছিল না।যার ফলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে নানা ওয়ার্ড অন্ধকারে ডুবে যায়। চরম সমস্যায় পড়তে হয় চিকিৎসক, নার্স, রোগী ও হাসপাতাল কর্মীদের।
এদিন হাসপাতালে বিদ্যুৎ চলে যাওয়ার পরও জেনারেটর শুরু হয়নি। ফলে সমস্ত ওয়ার্ড, অবজারভেশন ওয়ার্ডে বিদ্যুৎ ছিলনা। এমনকি টর্চ, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করতে হয়েছে কর্মীদের।রোগীদেরও সমস্যায় পড়তে হয়। লিফট বন্ধ হয়ে থাকায় সিড়ি দিয়ে রোগীদের দোতলা ও তৃতীয় তলাতে নিয়ে যেতে হয়েছে।গরমের জেরেও অসুবিধায় পড়তে হয়।
রোগীরাও অসুবিধার কথা জানান।হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ জানান, পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগ দেখে বিষয়টি।জেনারেটর খারাপ হয়ে যায়।এর জন্য প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না বলেই জানা গিয়েছে।