রাজগঞ্জ, ৫ ফেব্রুয়ারিঃ জমির ফসল বাঁচাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ।যার জেরে মৃত্যু একটি হাতির।এই ঘটনায় মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করলো বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা।আরও এক ব্যক্তির খোঁজে তল্লাশি বনদপ্তরের।ধৃতের নাম বাবুলাল মণ্ডল।গজলডোবার দুধিয়া এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গতবছর অক্টোবর মাসে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবার দুধিয়া চর থেকে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার হয়। তার শরীরের অনেকটা অংশ জুড়ে পোড়া ক্ষতচিহ্ন ছিল। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। তদন্তে নেমে দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করে বনদপ্তর। কিন্তু ঘটনার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছিল। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।গতকাল অভিযুক্ত দুজনের মধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনদপ্তর।
এই বিষয়ে বেলাকোবার রেঞ্জার চিরঞ্জিৎ পাল বলেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সন্দেহভাজন ওই দুজনের মধ্যে একজনকে দুধিয়া গ্রামে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।সেইমত অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।