নকশালবাড়ি, ২০ নভেম্বরঃ বিদ্যুতের খুঁটি পোতার কাজ করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির হাতিঘিসায়।মৃতের নাম স্বপন সিংহ।
জানা গিয়েছে, শনিবার নকশালবাড়ির হাতিঘিসায় বিদ্যুতের খুঁটি পোতার কাজ চলছিল।খুঁটি পোতার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন শ্রমিকরা।খুঁটি পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বপন সিংহের।
ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।