রাজগঞ্জ, ২২ মে: শূকরের খামারের উপরে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম ট্রাকের সহকারি চালক।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির জিয়াগঞ্জ মোড়ে।
জানা গিয়েছে, রাজগঞ্জের ফুলবাড়ির জিয়াগঞ্জ মোড়ে একটি শূকরের খামার রয়েছে। খামারের উপর রয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার।সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হন ট্রাকের সহকারি চালক।
ট্রাকের চালক অনিল কুমার বলেন, হরিয়ানা থেকে শূকর নিয়ে এসেছেন। ট্রাক থেকে শূকর নামানোর জন্য সহকারি চালক ট্রাকের উপরে ওঠেন। তখনই বিদ্যুৎপৃষ্ট হন। তাকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খামারের ম্যানেজার আকাশ সিং বলেন, খামারে আসা ট্রাকের চালকদের ওই বিদ্যুতের তার সম্পর্কে বারবার সতর্ক করা হয়। কিন্তু অসাবধানতার জন্য দুর্ঘটনা হচ্ছে। বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরে আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত মাসেও একই ঘটনা ঘটেছিল।