নকশালবাড়ি, ৩০ জুলাইঃ নকশালবাড়ি থানার অন্তর্গত খালবস্তিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাড়ির ছাদে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে যুবককে।এরপর তাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।