শিলিগুড়ি, ১৯ মার্চঃ শিলিগুড়ি বিধানসভায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সংযুক্ত মোর্চা।জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়িতে বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করা হয়।তবে কাজ করতে গিয়ে সবসময় যে রাজ্য সরকারের বাঁধার মুখে পড়তে হয়েছে সে কথাই বলেছেন বাম ও কংগ্রেস নেতারা।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য,বাম নেতা জীবেশ সরকার, কংগ্রেস নেতা জীবন মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন ইস্তেহারে শিলিগুড়ি যানজট, পানীয় জলের সমস্যা মেটানোর কথা বলা হয়েছে।পাশাপাশি উড়ালপুল তৈরি করার কথা বলা হয়েছে।এছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় এবারের ইস্তেহারে রয়েছে বলে দাবি করেন বাম-কংগ্রেস নেতারা।নির্বাচনী প্রচারের সময় শিলিগুড়ি বিধানসভায় সাধারণ মানুষের কাছে এই ইস্তেহার পত্র দেওয়া হবে।
অশোক ভট্টাচার্য বলেন, ‘বাঁধার মধ্যে লড়াই চালিয়েছেন তিনি।শহরে প্রচুর কাজ করেছেন।কিন্তু রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করেনি।যা করেছেন তা তিনি নিজেই করেছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র এবং বাম বিধায়ক হিসেবে।শহরে নতুন ফ্লাইওভার বা মহানন্দা নদী দূষণ রুখতে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি’।